এগিয়ে চলছে পাঁচ ডিসি টেলিভিশন সিরিজঃ গথাম, অ্যারো, ফ্ল্যাশ, সুপার গার্ল ও লিজেন্ডস অব টুমরো - Tap News

ব্রেকিং

Tap News

Brinjal News Brings funny, short stories and news in Bengali.

test banner

Wednesday, May 4, 2016

এগিয়ে চলছে পাঁচ ডিসি টেলিভিশন সিরিজঃ গথাম, অ্যারো, ফ্ল্যাশ, সুপার গার্ল ও লিজেন্ডস অব টুমরো


http://www.theimaginativeconservative.org/wp-content/uploads/2014/11/gotham.jpg



গথাম


গথামের চলছে এখন সিজন টু। প্রায় শেষের পথে। এই সিরিজটিকে প্রি-ব্যাটম্যান সিরিজ বলা যায়। এখানে কমিশনার গর্ডনের পুলিশ জীবনের সাথে জড়িয়ে পড়া ব্যাটম্যানের সকল খল চরিত্র নিয়েই এপিসোড গুলো আবর্ত হয়। ক্যাট ওম্যান, পেঙ্গুইন, রিডলার, আজ্রেল, ফিশ মুনি ও অন্যান্যরা।


http://media.dcentertainment.com/sites/default/files/GalleryTV_1900x900_arrow_52af50afbb4199.69924035.jpg

অ্যারো


গত চার সিজন ধরে চলা এই জনপ্রিয় সিরিজের মূল কাহিনী শুরু হয় এক ধনকুবের পরিবারের ছেলে অলিভার কুইনকে দিয়ে। পাঁচ বছর দ্বীপে আটকে থাকার পর অলিভার যখন শহরে ফেরে তখন তার বাবার দেয়া ডায়েরিতে রয়েছে শহরের সমস্ত অপরাধীর লিস্ট। জন ডিগল ও ফেলিসিটি স্মোকের সহায়তায় টিম সাজিয়ে মাঠে নামে গ্রীণ অ্যারো ওরফে অলিভার কুইন। একে একে তার সাথে থাকে রেড হুড, স্পিডি, ব্ল্যাক ক্যানেরি ও ক্যাপ্টেন কোয়েন্টিন।


http://cdn3.denofgeek.us/sites/denofgeekus/files/8/13//the-flash-tv-series-review.jpg


ফ্ল্যাশ


অ্যারো চরিত্রের সাথে আরো একটি জনপ্রিয় চরিত্র আনে ২০১৪ সালে টিভি চ্যানেল সি ডব্লিউ। যদিও  বলা হয় এটি সমান জনপ্রিয় তবুও ফ্ল্যাশের কাহিনীও অ্যারো মতো টিম ভিত্তিক। এফবিআই এর ফরেন্সিক সায়েন্টিস্ট বেরি অ্যালেন এক নিউক্লিয়ার এক্সপ্লোশনে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হয়। সে সেকেন্ডে ৩৬০ মাইলের অধিক দৌড়ে যেতে পারে। এর পর সিরিজের কাহিনী আগাতে থাকে। এখন চলছে সিজন টু।

https://i.ytimg.com/vi/LN0XMOg4Y9I/maxresdefault.jpg

সুপার গার্ল


প্রথম সিজনেই মাত করে ফেলেছে সুপার ম্যানের চাচাতো বোন সুপার গার্ল। তার সাথে আছে মারশিয়ান ম্যানহান্টার।

http://cdn2-www.comingsoon.net/assets/uploads/2016/01/legendsheader.jpg

লিজেন্ডস অব টুমরো

জনপ্রিয় দুই টিভি সিরিজ অ্যারো ও ফ্ল্যাশের সাইড কিক মানে পার্শ্বচরিত্র সুপারহিরোদের নিয়ে আলাদা টিভি সিরিজ লিজেন্ডস অব টুমরো শুরু হয় এ বছরের জানুয়ারিতে।

Post Top Ad

Responsive Ads Here