বিশ্বের ১০টি প্রাচীনতম বৃক্ষ - Tap News

ব্রেকিং

Tap News

Brinjal News Brings funny, short stories and news in Bengali.

test banner

Tuesday, May 3, 2016

বিশ্বের ১০টি প্রাচীনতম বৃক্ষ

 http://wordsmith.org/words/images/methuselah_large.jpg

মেথুসালেহ


গাছের নাম মেথুসালেহ। ৪,৮৪১ বছরের পুরোনো এই ব্রিসলকোন পাইন গাছের নিবাস ক্যালিফোর্নিয়ায়। এর সত্যিকার স্থান দিকনির্দেশনা লুকিয়ে রাখা হয়েছে একে রক্ষা করার জন্য।


 http://media.mnn.com/assets/images/2016/04/Sarv-e-Abarqu-cypress.jpg.638x0_q80_crop-smart.jpg

সারভ-এ আবারকু

 অন্য নাম যোরোয়াস্ত্রিয়ান সারভ। ইরানের অঙ্গরাষ্ট্র ইয়াজদ- এ এই ৪,০০০ বছর বয়সী গাছের বসবাস। এশিয়ার সবচেয়ে প্রাচীন গাছও বলা হয় একে।
 

 http://www.images.walesdirectory.co.uk/images/1394/780/1394.jpg

ইয়াংগেরনি ইউ

 নর্থ ওয়েলসের ৪,০০০ বছর বয়সী এই গাছ প্রাক-ব্রোঞ্জ যুগের কোন একটা সময়ে বীজ হিসেবে বপন করা হয়েছিলো এবং এখনও এটি বড় হচ্ছে।



http://www.savetheredwoods.org/wp-content/uploads/blog_EM_alerce_andrea-ugarte_FCC.jpg

আলেরস


আন্দেজ পর্বত মালার এই শ্রেনীভুক্ত গাছ ৩,৬৪০ বছরের পুরোনো এবং ধারনা করা দ্বিতীয় দীর্ঘতম
 ব্রিসলকোন পাইন হিসেবে আলেরস ই এই স্থানের অধিকারী।

 http://i.dailymail.co.uk/i/pix/2012/01/16/article-2087394-0F7DD8A100000578-35_306x423.jpg

দ্য সিনেটর


ফ্লোরিডার অববাহিকায় মিসিসিপি নদীর তীরে অবস্থিত "দ্য সিনেটর" গাছটির বয়স ৩,৫০০ বছর। এর উচ্চতা ৪০ ফুট।

Cariniana legalis Patriarca da Floresta tree


প্যাট্রিসিয়া দা ফ্লোরেস্টা


৩,০০০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গাছকে বলা হয় ভয়ের গাছ। এই প্রজাতির গাছের বিস্তৃতি ব্রাজিল, কলাম্বিয়া ও ভেনেজুয়েলাতে আছে।

Olive Tree of Vouves


ভভেসের জলপাই গাছ


ক্রীট দ্বীপের এই প্রাচীন গাছটির বয়স ২,০০০ থেকে ৩,০০০ বছর।


Jōmon Sugi in Yakushima, Japan


যমন সুগী


ইউনেস্কোর হেরিটেজ ঘোষণায় জাপানের ইয়াকুশিমায় এই গাছটি অবস্থিত। এর বয়স ৫,০০০ বছরেরও বেশি।

Chestnut Tree of One Hundred Horses in Mount Etna in Sicily

শত ঘোড়ার চেস্টনাট গাছ


সিসিলির মাউন্ট এটনাতে অবস্থিত এই গাছের প্রস্থ ১৯০ ফুট। বয়স আনুমানিক ধরা হয় ২,০০০ থেকে ৪,০০০ বছরের মধ্যে।

General Sherman giant sequoia

জেনারেল ারমান


এই গাছটিও ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। কলম জাতের এই গাছের বয়স ২,৫০০ছর।

Post Top Ad

Responsive Ads Here