বিসফটিতে কি হচ্ছে? - Tap News

ব্রেকিং

Tap News

Brinjal News Brings funny, short stories and news in Bengali.

test banner

Sunday, May 13, 2018

বিসফটিতে কি হচ্ছে?


যে কোনো কিছু শুরুর আগে অন্তত ভাবা উচিত। আজকে আমরা যতটুকু চাই তা হয়তো পূরণ হয় না। কিন্তু যে কোনো ধরণের হলেই হলো। প্রত্যাশা কাছাকাছি যেতে পারলেই অসাধারণ হয়ে ওঠে তা আমাদের কাছে। তেমনই এক জাদুর সন্ধান নিয়ে এলাম আপনাদের জন্য। এর নাম কি জানেন? বিসফটি। এরা অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার এর ভেন্ডর। যখন যেমন চাইবেন হুট করে লেজার অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিটের হিসাব নিকাশ দিয়ে সোজা সাপ্টা বাংলায় আপনার যাবতীয় তথ্যাদি জমা রাখতে পারবেন এদের বুকলেটে।

ধরেন এই মাসে কতো টাকার পণ্য কিনলেন তার একটা হিসাব ওদের অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যারে জমা করলেন। এভাবে মাস শেষে দেখা গেলো পুরো হিসাব জমা আছে, আপনার ব্যবসাও ভালো যাবে। কারণ আপনার কাছে সব হিসাবও জমা আছে।

বিসফটির সকল হিসাবসংরক্ষণ সফটওয়্যার ১১ ধরণের-১) শোরুম অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
২) সুপার শপ অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
৩) ফ্যাশন হাউজ অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
৪) ই-কমার্স অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
৫) বুক শপ অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
৬) জুয়েলারি অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
৭) অন্যান্য অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
৮) স্কুল অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
৯) মাদ্রাসা অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
১০) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার
১১) কাস্টমাইজড অ্যাকাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার

বুঝে গেছেন নিশ্চয়ই যে কি ধরণের সফটওয়্যার দরকার? একটা সুসংবাদও দেই, রেজিস্ট্রেশন ফ্রি!


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here